সারাদেশ দশমিনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

The Village

দশমিনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

Author
শতাব্দী ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৫:১২ বিকাল
দশমিনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরিতজা হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার, হরিসংখ্যান কর্মকর্তা মো. মনির হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান সোহেল।

কর্মসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ৫ হাজার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, মুগ, মিষ্টি আলু, খেসারি, ফেলন ও শাকসবজি ফসল আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ফলন বৃদ্ধি পাবে। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।