বাণিজ্য বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
শাহজালাল বিমানবন্দরে অস্থায়ী গুদাম স্থাপন করবে বিজিএমইএ ও বিকেএমইএ
১০ নভেম্বর ২০২৫, ০৫:২০ বিকাল
স্বর্ণের দাম কমেছে দুবাইয়ে, সামনে আরও কমার আভাস, দেশে ভরি কত?
১০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ বিকাল
যে কারণে বিশ্বের বিভিন্ন দেশ রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে
১০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ বিকাল
এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ
১০ নভেম্বর ২০২৫, ০৫:১৭ বিকাল
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
মঙ্গলবার (২৭ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এতথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে বিদ্যুৎ আমদানির বিপরীতে অর্থ পাঠাতে পারবে।
এতে বলা হয়, ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, গ্রাহক যাচাই, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল করাও বাধ্যতামূলক থাকবে।
এছাড়া, যেসব ক্ষেত্রে শুল্ক বা কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রয়োজন, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে।