জাতীয় নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না: প্রেসসচিব

The Village

নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না: প্রেসসচিব

Author
অজানা লেখক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ বিকাল
নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না: প্রেসসচিব

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে প্রেসসচিব লিখেছেন, ‘বিএএল, এর তাড়না এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করেন এটি অক্টোবর ২৮, ২০০৬ আবার। তারা কল্পনা করছে যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দিবে।

দুঃখিত — এটা নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোন প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না। এবং মনে রাখবেন; এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়। এটা জুলাই — চিরকালের জন্য।’