জাতীয় ২০২৬ সালে কোন মাসে কয়দিন ছুটি প্রজ্ঞাপনে যা জানালো সরকার

The Village

২০২৬ সালে কোন মাসে কয়দিন ছুটি প্রজ্ঞাপনে যা জানালো সরকার

Author
শতাব্দী ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৭ সকাল
২০২৬ সালে কোন মাসে কয়দিন ছুটি প্রজ্ঞাপনে যা জানালো সরকার

সাপ্তাহিক ছুটির বাইরে ২০২৬ সালের কোন মাসে কতদিন সরকারি ছুটি থাকবে তা প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদ ছুটির তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সে অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। অর্থাৎ সরকারি কর্মচারীরা এ সংক্রান্ত প্রকৃত ছুটি পাবেন ১৭ দিন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনে নিয়ন্ত্রিত, তারা সেই অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় ছুটি ঘোষণা করতে পারবে।

২০২৬ সালে সাধারণ ছুটি
২১ ফেব্রুয়ারি—শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২০ মার্চ—জুমাতুল বিদা

২১ মার্চ—ঈদুল ফিতর

২৬ মার্চ—স্বাধীনতা ও জাতীয় দিবস

১ মে—মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা)

২৮ মে—ঈদুল আজহা

৫ আগস্ট—জুলাই গণঅভ্যুত্থান দিবস

২৬ আগস্ট—ঈদে মিলাদুন্নবী (সা.)

৪ সেপ্টেম্বর—জন্মাষ্টমী

২১ অক্টোবর—দুর্গাপূজা (বিজয়া দশমী)

১৬ ডিসেম্বর—বিজয় দিবস

২৫ ডিসেম্বর—বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন)

২০২৬ সালে নির্বাহী আদেশে ছুটি
৪ ফেব্রুয়ারি—শবে বরাত

১৭ মার্চ—শবে কদর

১৯-২০ মার্চ ও ২২-২৩ মার্চ—ঈদুল ফিতরের আগে ও পরে দুদিন করে ছুটি

১৪ এপ্রিল—বাংলা নববর্ষ

২৬-২৭ মে ও ২৯-৩১ মে—ঈদুল আজহার আগে দুদিন ও পরে তিনদিন ছুটি

২৬ জুন—আশুরা

২০ অক্টোবর—দুর্গাপূজার মহানবমী

পরিবর্তন যা হতে পারে:
যেসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, সেসব ছুটির তারিখ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর বাইরে সরকারি কর্মচারীরা ঐচ্ছিক ছুটি ঘোষিত নিয়ম অনুযায়ী উপভোগ করতে পারবেন।